Skip to main content

Posts

Showing posts from April, 2017

Lets just stop insulting Biharis

Introduction It is the land of enlightenment, the land of higher education, of spirituality. It is the land of immense wealth, great architecture, the birthplace of several faiths, the land where research on astronomy, literature, math, general sciences and philosophy flourished. The land is not Greece. It is not ancient Rome, Egypt, Sumer, Mesopotamia, or even the Central Americas. The land rests today between two states in the Indian Union - between Uttar Pradesh and West Bengal; the Indian state of Bihar. This is a referenced article. For list of references, please check this link . Nalanda University - What remains of it, that is Bihar has since earned a terrible reputation. No amount of whitewashing will remove that stain. It is now known as the dacoits’ paradise, the land of hooligans, bad roads, caste and religious strife, rampant crimes against women and almost all the social evils that one can probably think of. However, Bihar was nothing like this. Or at least it

মিষ্টি দই আর ভাত

পরশু রাজুর ফাঁসি। এতদিন মনমরা হয়ে বসেছিল। এখন কিছুই মনে হচ্ছে না।  না ভালো, না খারাপ, কেমন একটা অদ্ভুত শুন্যতায় ঢেকে গেছে মনটা। এই বেশ. গতকাল বোন এসেছিলো। মা আসার কথা করেও আসেনি। আস্তে পারেনি। একমাত্র ছেলেকে এ অবস্থায় দেখা পঞ্চাশঊর্ধ মার্ পক্ষে সম্ভব ছিল না।  শুনানির আগে প্রতিদিন আস্ত। তবে পরে আর নয়। বোন বোরো ভাইয়ের দিকে আধ ঘন্টা তাকিয়ে ছিল কেবল। বলেনি সেরম কিছু। ফাঁসি ঘোষণার পরে হটাৎ বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী সব কেমন চুপ হয়ে গেলো। গ্রামে অবশ্য ইতিমধ্যে প্রশাসনের বিরুদ্ধে মিছিল আন্দোলন শুরু হয়ে গেছে। সে খবর সেলিম সাহেব তাকে কিছু দিন আগেই দিয়েছিলো।  লোকটি বেশ ভালো।  ফাঁসুড়ের কাজ করেন। বছর কুড়ি আগে কোন ধর্ষণকারীকে 'ঝুলিয়ে' ছিলেন তিনি। কাউকে ঘৃণা করেন না।  কিছু মানেন না।  কালী ভক্ত।  রাতে নেশার ঘরে বাউল গীতি ধরেন।  রাজুর উনি একমাত্র বন্ধু। আগে খুব ভয় পেতো রাজু সেলিম ভাই কে।  পরে উনি বোঝালেন যে ঠিক সময় মালের বা আফিমের ব্যবস্থা হয়ে যাবে। ইনজেকশন এর থেকেও নাকি কম লাগে। উনি ছাই জানেন, মরেছেন নাকি কখনো? তবে অন্য উপায় ও নেই রাজুর। কয়েক সপ্তাহ বাদে ভয় তা শোয়ে যায়।  সিগারেট ও এমনক

Eat only what you can cook

People are alarmed at the supposed bans on meat in India. Actually, this is a trend all over the world. From China to Europe to the United States, countries are looking to cut meat consumption rather than promote it . Also, contrary to popular opinion, India has been one of the largest meat exporters in the world. India is also the largest exporter of beef in the world . That is something we need not be very proud of. I am not for a policy against meat consumption in general. I do discourage it, for  a variety of reasons. Religion is probably only a small part of it . In fact, except for beef, religion does not play a part here in any case. There are numerous pros and cons to both sides of the argument here. But there is something that should strike you. I am not sure if you have thought about it, but here’s a hypothetical thought experiment for you to ponder about. I give you (by you I mean a general test population of at least 50+ people) a variety of food items – that are